পাঁচ দিনের রিমান্ডে কাশিমপুর কারাগার থেকে তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানি
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে ৫ দিনের রিমান্ডে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। রোববার (২৫ই এপ্রিল) দুপুর দেড়টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মােঃ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ঢাকার তেজগাঁও থানায় ২৩ (৪) ২১ নং মামলায় আদালতে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় রবিবার পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে তেজগাঁও থানায় নিয়ে যায় পুলিশ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রফিকুল ইসলাম মাদানীর হাজতি নং-৯৩৮/২১।
ডিএমপির তেজগাঁও থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােঃ সালাহ্ উদ্দিন মিয়া জানান, কাশিমপুর কারাগার থেকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে বেলা তিনটার দিক থানায় আনা হয়। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বিজ্ঞ আদালত উপস্থাপন করা হবে।
পুলিশ সূত্র জানা গছ, রাষ্ট্রবিরাধী উ¯ানিমূলক বক্তব্য দেওয়ায় ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
পরে ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ গাজীপুর আদালত রফিকুল ইসলাম মাদানীর ৭ দিনর রিমান্ড আবদন করন। তারপর ১৫ এপ্রিল আদালত তার দুই দিনর রিমান্ড মঞ্জুর করন। পর ১৮ এপ্রিল দুপুর পন ২টার দিক ২ দিনর রিমান্ড রফিকুল ইসলাম মাদানীক কারগার থক গাছা থানায় নিয় যায় পুলিশ।
এছাড়া গত ১১ এপ্রিল গাজীপুর মট্রাপলিটনর বাসন থানায় ¯ানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী বিরুদ্ধ ডিজিটাল নিরাপত্তা আইন মামলা কর। ওই মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদর জন্য ২১ এপ্রিল দুপুর আদালত রিমান্ড চাওয়া হয়। পর ভার্চুয়ালি কার্টর মাধ্যম শুনানী শষ আদালত রফিকুল ইসলাম মাদানীর ২ দিনর রিমান্ড মঞ্জুর কর। পর ২২ এপ্রিল দুপুর সায়া ১টার দিক রফিকুল ইসলাম মাদানীক ২ দিনর রিমান্ড বাসন থানায় নয়া হয়ছিল। রিমান্ড শষ ওই দুই থানা থক তাক ফর কারাগার পাঠানা হয়।